অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবেন বিজিবির নতুন ৫৩৯ সৈনিক

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৯৯তম ব্যাচের ৫৩৯ জন সৈনিক শপথ নিয়েছেন। তারা দেশের সীমান্তে চোরাচালানি রোধে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবেন বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৭ মে) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে দেশের একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীরউত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় নবীন সৈনিকদের উদ্দেশে বিভিন্ন দিক-নির্দেশনামূলক ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইসাথে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বিজিবির দুইজন বীরশ্রেষ্ঠ, আটজন বীরউত্তম, ৩২ জন বীরবিক্রম এবং ৭৭ জন বীরপ্রতীক খেতাবে ভূষিত বীরসহ ৮১৭ জন অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সিএনএস ডটকম//এসএল//