আচমকা প্রসববেদনা, নাগালের মধ্যে চিকিৎসক বা আয়া নেই, কী করবেন

পরিকল্পনা মেনে তো আর জীবন চলে না। অনেক সময় প্রত্যন্ত এলাকায়, যেখানে নাগালের মধ্যে কোনো চিকিৎসক বা অভিজ্ঞ আয়া নেই, আচমকা উঠতে পারে প্রসববেদনা। এমন জরুরি পরিস্থিতি যদি হয়েই যায়, কী করবেন? ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালট্যান্ট ডা. লুবনা জাহান বললেন, প্রসবের সময়ে কোনোভাবেই সেটিকে আর থামিয়ে রাখা যায় না। প্রসব যাতে নিরাপদ হয়, স্বজনদের তখন সেই চেষ্টাই করতে হবে। যা করতে পারেন—

  • প্রসূতিকে সাহস জোগাতে হবে।
  • চারদিক কাপড় দিয়ে ঢেকে যতটা সম্ভব আড়ালের ব্যবস্থা করতে হবে।
  • সমতল জায়গায় প্রসূতিকে শুইয়ে দিয়ে দুই হাঁটু ভাঁজ করে রাখতে বলুন। জরায়ুতে চাপ বোধ করলে সেই চাপের সঙ্গে সঙ্গে পায়খানার রাস্তার দিকে চাপ দিতে বলতে হবে। পায়খানা করার ভঙ্গিতেও বসতে পারেন প্রসূতি। তবে মাথা নেমে এলে শুয়ে পড়াই ভালো, নইলে মাথায় আঘাত পেতে পারে নবজাতক।
  • মাথার বেশির ভাগ অংশ বেরিয়ে এলে সাহায্যকারী পরিষ্কার হাতে তা সামান্য টেনে আনতে পারেন।
  • নবজাতক বেরিয়ে এলে সুতা বা রশি দিয়ে নাড়ি বেঁধে দিন। দুই আঙুল ব্যবধানে তিনটি বাঁধন দিন।