চলছে হয়েছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শুরু হওয়া এ উৎসব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ৯ দিনের এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, স্পিরিচুয়াল, ওমেন ফিল্মমেকারস, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র বিভাগে ৭১টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হবে। প্রতিদিন ৫টি ভেন্যুতে দেখানো হবে ১২৯টি পূর্ণদৈর্ঘ্য ও ১২৩টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র। এর মধ্যে ৮১টি বাংলাদেশের চলচ্চিত্র।
প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর
সকাল ১০টা ৩০ মিনিটে অসুর, ভারত। বেলা ১টায় দ্য বেসবল প্লেয়ার, ফিলিপাইন। বেলা ৩টায় হেয়ারআফটার, শ্রীলঙ্কা। বিকেল ৫টায় লেট মি ফ্লাই, শ্রীলঙ্কা। সন্ধ্যা ৭টায় দামাল, বাংলাদেশ।
সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর
সকাল ১০টা ৩০ মিনিটে ঘরে ফেরা, বাংলাদেশ। বেলা ১টায় তারলান, রাশিয়া। বেলা ৩টায় দ্য সাইলেন্ট ইকো, বাংলাদেশ, ফ্রান্স। বিকেল ৫টায় মাই সন অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার, ভারত। সন্ধ্যা ৭টায় সং অব দ্য উইন্ড, ইরান।
জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন, শিল্পকলা একাডেমি
সকাল ১০টা ৩০ মিনিটে ওয়াকার, ফিলিপাইন। বেলা ১টায় মাম্মা মখমল, ইরান। বেলা ৩টায় মানিকবাবুর মেঘ, ভারত। বিকেল ৫টায় হায় হোসেন, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় কাকাবাবুর প্রত্যাবর্তন, ভারত।