আলোহা বাংলাদেশের ‘১ম সমাবর্তন

স্টাফ রিপোর্টার:

আলোহা বাংলাদেশ প্রথমবারের মত আলোহা গ্রাজুয়েটদের জন্য ‘১ম সমাবর্তন ২০২৩’ আয়োজন করলো।

সমাবর্তনটি গত ২৫ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিতহয়। সমাবর্তনে আলোহা বাংলাদশের ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত গ্রাজুয়েট হওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ৬১৪ জন শিক্ষাথীকে গ্রাজুয়েট সার্টিফিকেট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি প্রায় ১২০০ অভিভাবক দু’টি সেশনে অংশগ্রহণ করেন।

সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের ফাউন্ডার মি. লোহমুন সাঙ। দুটি সেশনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও লেখক আনিসুলহক এবং শিশু সাহিত্যিক ও নাট্যকার নাসরীন মুস্তাফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোহা ইন্টারন্যাশনাল ডিরেক্টর মিস কিরণ মাতওয়ানি। সমাবর্তনে কনভোকেশন মার্শাল হিসেবে অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হায়দার চৌধুরী এফসিএমএ। এছাড়া আরও বক্তব্য রাখেন আলোহা বাংলাদেশের চেয়ারম্যান জনাব সাইফুল করিম এবং ডিরেক্টর মোঃ শামসুদ্দিন টিপু।

সমাবর্তন বক্তা কথা সাহিত্যিক ও লেখক আনিসুল হক বলেন, তোমরা খুবই সৌভাগ্যবান যে এত ছোট বয়সে সমাবর্তন নিতে পারছো। আমার বিশ্বাস বড় হয়ে তোমাদের প্রতিভা ও মেধা সারা বিশ্বের মানুষ দেখবে, তোমরাই নতুন এক বাংলাদেশ উপহার দেবে। তিনি সবাইকে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন এবং সকল ক্ষেত্রে দেশের কথা মনে রাখার কথা বলেন। আরেক সমাবর্তন বক্তা শিশুসাহিত্যিক ও নাট্যকার নাসরীন মুস্তাফা বলেন, জীবনের যে কোন কর্মক্ষেত্রে টেকনিক্যালনলেজের কোন বিকল্প নেই। তোমরা যে টেকনিকটি শিখেছো এটি শুধুগাণিতিক দক্ষতা নয় এটি তোমাদের চিন্তাশক্তি, ক্রিয়েটিভিটিকে গড়ে তুলবে। তাই তোমরা সবাই স্পেশাল। তিনি আলোহা বাংলাদেশের এই আয়োজনে তাকে যুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমার্বতটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এরপর বক্তব্য শেষে একে একে সবাইকে গ্রাজুয়েট সার্টিফিকেট তুলে দেয়া হয়। মোট দুটি সেশনে ৬১৪ জন গ্রাজুয়েটকে সমাবর্তন প্রদানকরা হয়।

উল্লেখ্য ২০০৬ সালের মার্চ থেকে এদেশে কার্যক্রম পরিচালনা করছে আলোহা বাংলাদেশ। আলোহা আইএসও সনদ প্রাপ্ত লানিং সিস্টেম যা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের ৪২টি দেশের ৬০ লাখের বেশি শিক্ষার্থীদের সাথে কাজ করে।

সিএনএস ডটকম//এসএল//