ইজতেমায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্য চিকিৎসাসেবা দিচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ জন্য ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছে র‍্যাব।

শুক্রবার (১৩ জানুয়ারি) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

এএসপি আ ন ম ইমরান খান বলেন, বিশ্ব ইজতেমায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর‍্যাপ্ত র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সামগ্রিকভাবে বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিতকল্পে র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, র‍্যাব-১ সহ ঢাকার অন্যান্য ৫টি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।

ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, র‍্যাবের রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকে টহল ও চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া মানবিক দিক বিবেচনা করে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের চিকিৎসাসেবা দিচ্ছে র‍্যাব। এ জন্য ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, এ চিকিৎসাকেন্দ্রে ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন ধরনের ওষুধ সরবরাহ করা হবে। মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবাসহ গুরুতর রোগীদের চিকিৎসার জন্য পোর্টেবল ভেন্টিলেটর, নেবুলাইজেশন ও অন্যান্য চিকিৎসাসেবার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে সার্বক্ষণিক র‍্যাবের অ্যাম্বুলেন্স সার্ভিস প্রস্তুত রয়েছে।

ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য ইজতেমায় স্থাপিত মেডিক্যাল সেন্টারের মোবাইল নম্বরে (০১৭৭৭৭২০০৪৫) যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সিএনএসডটকম//এসএল//