ইন্দোনেশিয়া ও শ্রীলংকার জয়ে শুরু বঙ্গবন্ধু কাবাডি

মাসুদ রানা:
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে জয় দিয়ে শুরু করেছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার (১৪ মার্চ) প্রতিবেশি মালয়েশিয়াকে ৩৬-২৩ পয়েন্টের ব্যবধানে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন দলটির খেলোয়াড়রা।

 

ম্যাচের প্রথমার্ধে ১৮-৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ইন্দোনেশিয়া। এছাড়া টুর্নামেন্টে বি-গ্রুপের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলংকাকে ৩৬-৩২ পয়েন্ট ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে থাইল্যান্ড।

 

গত আসরের সেমিফাইনালিস্ট লংকানদের হারাতে রীতিমতো ঘাম ঝরেছে থাই খেলোয়াড়দের। ম্যাচের প্রথমার্ধে ২০-১৬ পয়েন্টে এগিয়ে ছিল থাইল্যান্ড। দ্বিতীয়ার্ধে লড়াই জমিয়ে তুলেছিল শ্রীলংকা। পয়েন্ট ব্যবধান প্রায় কমিয়েও এনেছিল। কিন্তু শেষ মুহূর্তে আর থাইল্যান্ডের কাছে পেরে উঠেনি।

সিএনএস ডটকম//এসএল//