নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় পার্টি প্রতিনিধি দলের সভা স্থগিত করা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা ছিল জাতীয় পার্টির নেতাদের।
সোমবার (৮ মে) দুপুর ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এই মতবিনিময় সভা হওয়ার কথা ছিল।
সকাল দশটার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী মতবিনিময় স্থগিতের কথা জানান।
দলটির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে পার্টি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের অনুষ্ঠেয় মতবিনিময় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দলে প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া ও মোস্তফা আল মাহমুদের যাওয়ার কথা ছিল।
সিএনএস ডটকম//এসএল//