ঈদে গরু চোরাচালান রোধে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কিছু অসাধুচক্র পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু বাংলাদেশে পাচারের জন্য তৎপর রয়েছে। এ ধরনের অপতৎপরতা রোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ বর্তমানে পশুসম্পদে স্বয়ংসম্পূর্ণ। দেশীয় এই সম্পদ বিকাশের স্বার্থে পার্শ্ববর্তী দেশ হতে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচার রোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বিকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি কিছু অসাধু গরু পাচারকারী চক্র বিভিন্ন ধরনের অপতৎপরতা যেমন— মন্ত্রণালয়/দফতরের ভুয়া অনুমোদনপত্র তৈরি, ভুয়া পরিচয় ও নানাবিধ প্রতারণার মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে গরু চোরাচালানের জন্য অপতৎপরতা চালাচ্ছে। এই অপতৎপরতা রোধে বিজিবি সদা প্রস্তুত থেকে সীমান্তে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে দিয়ে অবৈধভাবে যাতে কোনো গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবি’র গোয়েন্দা নজরদারির পাশাপাশি আভিযানিক তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।

গত ১৭ জুন রাতে মো. শামিম হাসান (৩২) নামক একজন ব্যক্তি বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধীনস্থ ধলডাঙ্গা কোম্পানিতে এসে প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধ গরু চোরাচালানের প্রস্তাব করে। সে জানায় যে, সীমান্তের ওপারে তার ৫ হাজার গরু বাংলাদেশে পাচারের জন্য অপেক্ষমাণ রয়েছে। গরু চোরাচালানের অবৈধ প্রস্তাব দেওয়ার অভিযোগে ধলডাঙ্গা কোম্পানি কর্তৃক তাকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-২২।

উল্লেখ্য, সম্প্রতি একটি অসাধুচক্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বিট বা খাটাল স্থাপনের ভুয়া অনুমোদন পত্র তৈরি করে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনার অপচেষ্টা চালায়। বিষয়টি বিজিবি’র গোচরীভূত হলে বিজিবি কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত অসাধু ও প্রতারকচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে।