উখিয়া থেকে বিপুল পরিমান ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেপ্তার-৪

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার থেকে দেশের সর্ববৃহৎ মাদকে চালান ১২০ কোটি টাকা মূল্যমানের ২৪কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ জেলা কেন্দ্রিক চোরাচালানের হোতা ইরান মাঝিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫ এর সদস্যর।
এবিষয়টি জানিয়েছে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেপ্তারকৃতরা হলেন-উখিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই ছেলে ইমরান প্রকাশ ইরান মাঝি(৩৩) ও মো. রুবেল প্রকাশ রুবেল ডাকাত এবং উখিয়ার রাজাপালং এর মৃত আলী আহাম্মদের ছেলে মো. আলাউদ্দিন (৩৫) (সাবেক বরখাস্তকৃত পুলিশ সদস্য)
ও টেকনাফের মৃত আব্দুল করিমের ছেলে জয়নাল আবেদীন প্রকাশ কালা বদা (৩৭)।

শনিবার (৬ মে) রাতে উখিয়ার পালংখালি সফিউল্ল্যাহ কাটা সংলগ্ন এলাকার ইরান মাঝির আস্তানায় অভিযান পরিচালনা করে আইস সহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে উখিয়ার পালংখালি এলাকা দিয়ে বড় একটি মাদকের চালান পাচারের উদ্দেশ্য ইমরান প্রকাশ ইরান মাঝির আস্তানায় মজুদ রেখেছে।এমন সংবাদে কক্সবাজার র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল পালংখালি সফিউল্ল্যাহ কাটা সংলগ্ন ইরান মাঝির আস্তানায় অভিযান পরিচালনা করে তাকে সহ ৪জনকে গ্রেপ্তার করা হয়।এসময় বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় আনুমানিক ১২০ কোটি টাকা মূল্যমানের ২৪কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

তিনি আরো বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পার্শ্ববর্তী দেশের মাদক চোরাচালান। চক্রের যোগসাজসে দেশে অবৈধ মাদক আইস চোরাকারবারির সাথে জড়িত।গ্রেফতারকৃত ইরান মাঝি এই চক্রের মূল হোতা। তার নেতৃত্বে মাদক সিন্ডিকেটের কার্যক্রম পরিচালিত হয়। ইরান মাঝির নেতৃত্বে চক্রটির বেশ কয়েকজন সদস্য পার্শ্ববর্তী দেশ থেকে দূর্গম সীমান্তবর্তী এলাকা দিয়ে কক্সবাজার ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিস্টাল মেথ আইসসহ অন্যান্য ভয়ংকর মাদক চোরাচালানে জড়িত। এবং তার বিরুদ্ধে উখিয়াসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ ও হত্যাচেষ্টা সংক্রান্ত ০৭ টি মামলা রয়েছে।

আলাউদ্দিন বাংলাদেশ পুলিশের একজন বহিস্কৃত সদস্য। সে ২০১৭ সালে মাদক বহনের সময় আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়। তার নামে উখিয়াসহ বিভিন্ন থানায় মাদক, দস্যুতা ও মারামারি সংক্রান্তে ৪টির অধিক মামলা রয়েছে। ইতোপূর্বে সে ০৩ বার আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছে এবং কারাভোগ করে বলে জানা যায়।

গ্রেফতারকৃত জয়নাল আবেদীন প্রকাশ কালা বদা এই চক্রের এবং টেকনাফ এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে সে ৫বার আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়েছে এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করে বলে জানা যায়।

তার বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যাচেষ্টা, মারামারি ও সরকারি কাজে বাধা প্রদান সংক্রান্তে ০৬টির অধিক মামলা রয়েছে। সে মাদক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র‍্যাবের এ কর্মকর্তা জানায়।