এক যুগ পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

এক যুগেরও বেশি সময় ধরে পলাতক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন ওরফে জনি (৩৫)। রোববার (২০ আগস্ট) রাতে যৌথ অভিযান চালিয়ে জনিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২১ আগস্ট) সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম। তিনি জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাকির হোসেন ওরফে জনি একজন পেশাদার মাদক কারবারি। ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয় জনি। পরবর্তীতে তার বিরুদ্ধে যশোরের চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এ মামলায় ৩ দিন জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিন পায়। এরপর থেকেই লাপাত্তা।

অন্যদিকে, তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি জাকির হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন এবং গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

এএসপি শিহাব করিম আরও বলেন, গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে জনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিল। গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-২ ও র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে তাকে রোববার রাতে গ্রেফতার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জনিকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।