স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
আজ রোববার (৫ মার্চ) সকালে ফেসবুকে ভেরিফাইড পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে সবার দোয়ায় গত শনিবার সন্ধ্যায় আমার করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট পেয়েছি। সবাই দোয়া করবেন যেন আবার সবার সঙ্গে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারি।’
এর আগে গত রোববার করোনা টেস্ট করালে পজিটিভ রিপোর্ট পান তিনি। এ সময় বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন।
সিএনএস ডটকম//এসএল//