কেমিক্যাল-রং দিয়ে বানানো হচ্ছে জুস, সিলগালা করলো বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ফ্রেন্ডশিপ অ্যাগ্রো ফার্ম’ লেখা দেখে ফার্ম মনে হলেও ভেতরে চলছে অবৈধ জুস তৈরির রমরমা ব্যবসা। কোনো প্রকার আম ছাড়াই তৈরি করা হচ্ছে ম্যাংগো জুস, লিচু ছাড়া তৈরি হচ্ছে লিচি ড্রিংকস। এছাড়া শিশুদের আইস ললিপপ, লাচ্ছি, ড্রিংকসহ বিভিন্ন পণ্য তৈরি করা হয় অবৈধ এই কারখানায়।

বিভিন্ন কেমিক্যাল, কাপড়ে ব্যবহারের রং, স্যাকারিন, লাইনের অপরিষ্কার পানিসহ বিভিন্ন অস্বাস্থ্যকর কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে এসব জুস। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অপরাধে ‘আল ফারুক মাল্টি ফুড প্রোডাক্টস’ নামের ওই কারখানাকে দুই লাখ টাকা জরিমানা এবং সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (৮ মে) রাজধানীর ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকায় কারখানাটিতে অভিযান চালায় বিএসটিআই। অভিযান পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

তিনি বলেন, বড় বড় ড্রামে মিক্স করা কেমিক্যাল ও পানি বোতলে ভরে তৈরি করা হচ্ছে ম্যাংগো জুস, লিচু ড্রিংকস, আইস ললি পপ, লাচ্ছি, ড্রিংকোসহ বিভিন্ন জুস জাতীয় পণ্য। এসব পণ্য তৈরি করতে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেওয়া হয়নি। এছাড়া বাজারজাত করার ক্ষেত্রেও কোনো অনুমোদন নেই। অথচ জুসের বোতলে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হয়েছে। যা আইনত দণ্ডনীয় অপরাধ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অবৈধ এ কারখানায় পাওয়া প্রায় ১০ লাখ টাকার জুস ও কেমিক্যাল ধ্বংস করা হয়। এছাড়া বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করায় এক লাখ টাকা এবং মোড়কের সনদ না নিয়েই পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

সিএনএস ডটকম//এসএল//