নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ৩১ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৯ মে) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৮ মে) রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাজার এলাকা থেকে মাদককারবারিরা মো. সাদ্দাম হোসেন (২৫), মো. রাজ্জিকুল ইসলাম ওরফে রাব্বিকুল (১৯), সাজেদা বেগম (৫০) ও মোছা. রানী বেগমকে (৩৪) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দ করা গাঁজার যার আনুমানিক বাজার মূল্য নয় লাখ ৩০ হাজার টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদককারবারি।
তারা বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশাপাশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সিএনএস ডটকম//এসএল//