নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক ধারণা বিষয়ক তিনব্যাপী প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে তিনদিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে স্থানীয় সরকার বিভাগের (এনআইএলজি) যুগ্ম পরিচালক আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।
তিনি বলেন, এই প্রশিক্ষনে স্থানীয় সরকার কাঠামো
ধারণা, আইনকানুন এবং স্থানীয় সরকারের করণীয় সম্পর্কে তিনদিনের প্রশিক্ষণ দিয়েছে। এর মাধ্যমে স্থানীয় সরকারের রুপরেখা, জনগণের করণীয় সর্ম্পকে হয়তো অনেকের জানা ছিল না। আজকে এই প্রশিক্ষণের মধ্যদিয়ে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন।
তিনি আরো বলেন, আমি আশা করি এই জানার মাধ্যমে আপনারা এই সেবাগুলো মানুষের দোড় গোড়ায় পৌছে দিবেন। আমি বিশ্বাস করি আপনারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। জনগণও আপনাদের উপর অনেক আশা করে ভোট দিয়ে নির্বাচিত করেন তাদের সেবার জন্য। তাই জনগণের সাথে অন্যায় না করার বিষয়ে আপনারা সচেতন থাকবেন।
প্রশিক্ষণে কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও সচিবগণ অংশগ্রহণ করে।
সিএনএস ডটকম//এসএল//