নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে মূসা (২৮) নামে ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মূসা রাজধানীর রাজারবাগ এলাকায় সংঘঠিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি।
শুক্রবার (২৬ মে) এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ মে) র্যাব-১০ এর একটি আভিযানিক দল চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে রাজধানীর রাজারবাগ এলাকায় সংঘঠিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে ওই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে ওই সংঘবদ্ধ ডাকাতদল রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএনএন//এস//