নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে আজ কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের কোলচর মোড় হতে ওয়াসিম খানের বাড়ি পর্যন্ত আর,সি,সি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের উদ্বোধন করেন শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান হাবিব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ দেলোয়ার হোসেন, শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরজু মিয়া বেনুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাবিবুর রহমান হাবিব বলেন, কোলচর মোড় হতে ওয়াসিম খানের বাড়ি পর্যন্ত সড়কের কাজের উদ্বোধন করা হলো। আশা করি কাজ সম্পন্ন হবার পর এই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
সিএনএস ডটকম//এসএল//