স্টাফ রিপোর্টারঃ
ঢাকার কেরানীগঞ্জে ১ হাজার পথশিশু ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ১১ জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে ছাতিরচর সাধারন ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতির উদ্যোগে অসহায় ১ হাজার পথশিশু ও দরিদ্রদের মাঝে এই খাবার বিতরণ ও মিলাদ মহফিল এর আয়োজন করা হয়৷
এ সময় সমিতির সভাপতি বিল্লাল হোসেন বলেন, আমাদের এই ক্ষুদ্র সমবায় সমিতির মূল উদ্দেশ্য অসহায় পথশিশু ও দরিদ্রদের মানুষের পাশে থেকে তাদের সহায়তা করা৷ যারা খেতে পায় না আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি৷ চার পাশে অনেক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে৷ যদি প্রত্যেকে নিজের অবস্থান থেকে সকলের পাশে দাড়াই তাহলে কেউ আর অসহায় হবে না৷ আর এভাবে সমাজে সৃষ্টি হবে ভ্রাতৃত্বের বন্ধন ও ভালোবাসা৷
এ সময় আরো উপস্থিত ছিলেন,ছাতিরচর সাধারণ ক্ষুদ্র সমবায় সমিতির সদস্য, গুপিনাথ মন্ডল, আবুল হোসেন, রামজয় প্রমুখ
সিএনএস ডটকম//এসএল//