নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন পরিষদে ব্র্যাকের উদ্যোগে মানবপাচার প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের সিটিসি প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
সভায় অন্যান্যের মধ্যে শাক্তা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল গনি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরজু মিয়া বেনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইসলাম, সকল ইউনিয়ন পরিষদের সদস্য, প্রতারনার শিকার ভুক্তভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, বিদেশে ভালো থাকা এবং অধিক টাকা আয়ের প্রলোভন দেখিয়ে সারা দেশের মতো শাক্তা ইউনিয়নের অনেক মানুষ প্রতারিত হয়েছে। বর্তমান সরকার এসকল প্রতারকদের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
আমার শাক্তা ইউনিয়নের যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যে দেশেই যাবেন আগে যাচাই-বাছাই করে পরে তাদের সাথে লেনদেন করবেন।
ইউনিয়ন পর্যায়ে মানব পাচার প্রতিরোধে গঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, এই এলাকায় মানব পাচার বন্ধে যত কঠোর হওয়া দরকার আপনারা ততটাই কঠোর হবেন। একটি মানুষ ও যেন বিদেশে যাওয়ার নামে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব না হয়।
সিএনএস ডটকম//এসএল//