নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্ঞাতসারে তারেক রহমান ২১ আগস্ট ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, হত্যা ও খুনের রাজনীতিই বিএনপি বিশ্বাস করে। ১৫ আগস্ট ঘটিয়েছে জিয়াউর রহমান। খালেদা জিয়ার জ্ঞাতসারে ২১ আগস্ট ঘটিয়েছে তারেক রহমান।
তিনি বলেন, বিএনপি যত দিন রাজনীতির মাঠে থাকবে তত দিন রাজনীতির মাঠ কলুষমুক্ত হবে না। ঘৃণা ও সাংঘর্ষিক রাজনীতিও যাবে না।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে হত্যা ও আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই গ্রেনেড হামলা করা হয়েছিল। বিএনপি জঙ্গিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা সেদিন ভাগ্যক্রমে বেঁচে গেছেন। আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সমগ্র পৃথিবী নিন্দা ও ধিক্কার জানালেও সংসদে একটি শোক প্রস্তাব আনতে বা কোনো আলোচনাও করতে দেওয়া হয়নি।
তিনি বলেন, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলার এবং ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে চায় না, তারা আসলে মানবাধিকারকর্মী বা মানবাধিকার সংগঠন নয়, এরা মানবাধিকার নিয়ে ব্যবসা করে।
//এস//