খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস এবং রেজিস্ট্রেশন আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ মোট শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য নির্ধারিত শিক্ষার্থীদের (যা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত) সশরীরে রিপোর্টিং আগামী ১৫ থেকে ১৬ জানুয়ারি। শূন্য আসনে রিপোর্টকৃত শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে ১৭ জানুয়ারি। মেধা তালিকা থেকে শূন্য আসনে চূড়ান্ত ভর্তি ১৮-১৯ জানুয়ারি।