খুলনা মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন আজ

খুলনা প্রতিনিধি
যুবলীগের খুলনা মহানগর ও জেলা কমিটির ত্রিবার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার। নগরীর শিববাড়ী মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি থাকবেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

সর্বশেষ ২০০৩ সালের ২৫ মে জেলা যুবলীগের সম্মেলন হয়েছিল। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর মহানগরে দ্বিতীয় দফায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা মহানগরী। পদপ্রত্যাশীদের ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর বড় বড় বিলবোর্ড, সড়কদ্বীপ, রাস্তা ও প্রধান প্রবেশপথ।

সিএনএস ডটকম//এসএল//