গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যব-১। সোমবার (১৯ জুন) দিবাগত রাতে ঢাকার সবুজবাগের বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম মোস্তফা ফকির ওরফে মোস্ত (২৭)। তার গ্রামের বাড়ী রাজবাড়ী জেলা সদরে। বাবা মৃত নূর আলী ফকির।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা।

তিনি জানান, ২০১৯ সালের ২৮ জানুয়ারি রাজবাড়ীর ড্রাই আইচ ফ্যাক্টরিতে একটি চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় সময় সুজন (২২), আল-আমিন ফকির (২৪), মোস্তফা ফকির মোস্ত, আকাশ সরকার (২৪), ফজলুর রহমান (৩২) ও মো. বাবু বেপারী ওরফে কমান্ডার সেই নারীকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে আলোচিত এ ঘটনায় ওইদিন রাজবাড়ী সদর থানায় মামলা হয়।

তিনি আরো জানান, মোস্তকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া অর্থ জরিমানা করেন। সেই থেকে তিনি পলাতক ছিলেন।

সেই মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি মোস্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

//এস//