গাড়ী চালনোর আড়ালে মাদক ব‌্যবসা, অবশে‌ষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থে‌কে মঙ্গলবার ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. জাহাঙ্গীর আলম ওর‌ফে শামীম‌কে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৩। এ সময় মাদক বহ‌ণে ব‌্যবহত এক‌টি মাই‌ক্রোবাস জব্দ করা হ‌য়ে‌ছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার জাহাঙ্গীর একজন মাদক ব্যবসায়ী। মূলত তি‌নি মাইক্রো গাড়ীর চালক। দীর্ঘদিন ধ‌রে মাইক্রো চালনোর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থে‌কে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রি কর‌ছি‌লে।

জাহাঙ্গীর মাইক্রো গাড়ীতে মাদক বহন ছাড়াও বিভিন্ন অভিনব পদ্ধতিতে মাদকের চালান বহন করে থাকে। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে। তি‌নি মাদকের বড় বড় চালান নিয়ে তার সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেন। ওই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

‌গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সিএনএস ডটকম//এসএল//