গ্যাস থেকে আগুনের শঙ্কা কাটেনি রাজধানীবাসীর

নিজস্ব প্রতিবেদক:

আগুনের শঙ্কা কাটেনি রাজধানীর মানুষের। এরই মধ্যে গ্যাস লাইনের ছিদ্র দিয়ে বুদবুদ উঠছে বিভিন্ন এলাকায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে নগরবাসী।
ঘটনাস্থল মিরপুর পল্লবীর বেরিবাঁধ। তিতাসের গ্যাস লাইন ফেটে উঠছে গ্যাসের বুদবুদ। উদ্বেগ-আতঙ্কে এলাকার লাখো মানুষ।

বেড়িবাঁধের মতোই গ্যাসের বুদবুদ উঠছে রাজধানীর আরও অনেক পাড়া মহল্লায়। গন্ধ ছড়িয়ে পড়ায় উৎকণ্ঠায় সাধারণ জনগণ।

ঘটনার কারণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে তিতাস গ্যাস। তারপরও কমেনি ছড়িয়ে পরা গ্যাসের দুর্গন্ধ।

ভূক্তভোগীরা বলছেন, গ্যাসের গন্ধ তাদেরকে আতঙ্কগ্রস্থ করে ফেলেছে।

সিএনএস ডটকম//এসএল//