গ্রেপ্তার এড়াতে ১৫ বছর পলাতক, অবশেষে র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবদেক
রাজধানীর ডেমরা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৫ বছর ধ‌রে পলাতক মাদক ব্যবসায়ী মো. নুর নবীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক ব‌লেন, গ্রেপ্তার আসা‌মি‌কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায় যে, নুরের বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় ২০০৮ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নুরকে ২০২২ সালে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

মামলা হওয়ার পর থেকেই আসা‌মি নুর দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করছি‌লেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

//এস//