নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও সেন্টমার্টিনের স্থানীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৩ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি করা হয়েছে। এর প্রেক্ষিতে বিজিবি সদস্যরা শনিবার সকাল থেকে কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় বসবাসরত জনসাধারণকে মোখার কবল থেকে রক্ষার জন্য আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছেন।
তিনি আরও জানান, মাইকিংয়ের ফলে জনসাধারণ এরই মধ্যে প্রয়োজনীয় মালামালসহ আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করেছেন।
সিএনএস ডটকম//এসএইচ//