ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ৩নং টেকনাফ সদর ইউনিয়ন প্রস্তুত

মোহাম্মদ ইউনুছ অভি:  টেকনাফ কক্সবাজার অফিস অত্যন্ত ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে,সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে কক্সবাজার হয়ে টেকনাফের দিকে অগ্রসর হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর সংবাদ দিচ্ছে।

এই প্রবল “মোখা” নামের ঘূর্ণিঝড়টি আগামী ১৪ তারিখ নাগাদ আঘাত হানবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। এই আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় “মোখা”র প্রভাব পূরবর্তী ও পরবর্তী পদক্ষেপ গ্রহণে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ বদ্ধপরিকর। আপনাদের জীবন মান রক্ষার্থে টেকনাফ সদর ইউনিয়নের আওতাধীন সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ক এবং টেকনাফ সদর ইউনিয়ন পরিষদকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। স্থানীয় সকল মুদির দোকানদারকে শুকনো খাবার মজুদ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা রয়েছে ১,২,৩,৫,৭ নং ওয়ার্ডের সকল ঝুঁকিপূর্ণ ঘরবাড়িসমূহকে নিজ নিজ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি দলিলপত্র ও মালমাল সহ আশ্রয় কেন্দ্রসমূহে অথবা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য আহবান করেছেন ৩নং টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘূর্ণিঝড় “মোখা” মোকাবিলায় আপনাদের স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্যগণ আপনাদের সার্বিক সহযোগীতা করবেন।

সব সময় যোগাযোগ রাখুন। প্রয়োজনে: 01859-751576 (চেয়ারম্যান টেকনাফ সদর ইউপি)