চট্টগ্রাম-ঢাকা-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনার সোয়া তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার রাত ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই স্টেশনে‌ দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্ঘটনা‌ ঘ‌টে। এরপর থেকে বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম পথে রেল যোগাযোগ। সোয়া তিন ঘণ্টার চেষ্টায় বগি সরিয়ে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এখনও উদ্ধারকাজ চলমান আছে।

সিএনএস ডটকম//এসএল//