চুয়াডাঙ্গায় ডাক্তার, ঢাকায় মাদক কারবারি জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ফেনসিডিল বিক্রির অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. আজগর আলী ওরফে সনু (৩৪) নামের দুইজনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

রোববার রাতে মিরপুর মডেল থানার নিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। পু‌লিশ বল‌ছে, গ্রেফতারকৃতরা ওষুধের মোড়কের আড়ালে কৌশলে ফেনসিডিল বিক্রি করেন।

মিরপুর ম‌ডেল থাসার ওসি মোহাম্মদ মোহসীন ব‌লেন, গ্রেফতারকৃত জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় তার চেম্বার আছে। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবিদের কাছে তিনি ফেনসিডিল বিক্রেতা হিসেবে পরিচিত।

তিনি চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনেন এবং ঢাকায় বিক্রি করেন। কেউ যাতে সন্দেহ না করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে তিনি ফেনসিডিল আনেন ওষুধের মোড়কে।

রোববার রা‌তেও তিনি ‘তুলসী’ নামে একটি কাশির সিরাপের মোড়কের ভেতর করেই ফেনসিডিল আনেন। গোপন সংবাদের ভিত্তিতে কল্যানপুর মিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সিএনএস//এস//