ইবি প্রতিনিধি
পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২ মে) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে।
এর আগে গত শনিবার (২৯ এপ্রিল) আবাসিক হল ও অফিসসমূহ খুলে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় আবাসিক হলসমূহও বন্ধ ছিল।
সিএনএস ডটকম//এসএল//