দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শহরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় সারদা বালা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের মহরাজা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সারদা বালা দিনাজপুর সদর উপজেলার দাইনুর গ্রামের মৃত নিরঞ্জন রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই নারী তার ছেলের মোটরসাইকেলের পেছনে চড়ে বাড়ির দিকে যাচ্ছিল। দিনাজপুর শহরের মহারাজা মোড়ে মোটরসাইকেলটি আসার সময় পেছন থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। এ সময় পেছনে থাকা একটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সিএনএস ডটকম//এসএল//