জনির গোলে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরুর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। লাল-সবুজের দলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন মজিবুর রহমান জনি।
বৃহস্পতিবার নমপেন জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে হওয়া ম্যাচের ২৪ মিনিটে জনির গোলে এগিয়ে যায় হাভিয়ের ক্যাবরেরার দল। সতীর্থের লম্বা পাসে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে পেছনে ফেলে জালে বল প্রবেশ করান ২০ নম্বর জার্সিধারী এ মিডফিল্ডার।

ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের ডিফেন্ডার তারেক কাজী।
র‍্যাঙ্কিংয়ে ১৬ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে পাওয়া জয়টি সাফ চ্যাম্পিয়নশিপের আগে খানিকটা অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশ বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৯২তম স্থানে আছে। কম্বোডিয়া অবস্থান ১৭৬তম।
ভারতের বেঙ্গালুরুতে আগামী ২১ জুন থেকে ৪ জুলাই বসবে সাউথ এশিয়ার বিশ্বকাপখ্যাত ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। টুর্নামেন্টে প্রথমবার যুক্ত হওয়া লেবাননের বিপক্ষে ২২ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ২৫ জুন মালদ্বীপের বিপক্ষে নামবে। ২৮ জুন লাল-সবুজের দলের প্রতিপক্ষ ভুটান।

//এস//