জীবননগরের ৬ ইউনিয়নে নৌকার জয়জয়কার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৬টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদে আব্দুল হান্নান, মনোহরপুরে সোহরাব হোসেন খাঁন সুরোদ্দিন, কেডিকে ইউনিয়নে খায়রুল বাশার শিবলু, হাসাদহ ইউনিয়নে রবিউল ইসলাম রবি বিশ্বাস, রায়পুর ইউনিয়নে তাহাজ্জত হোসেন মির্জা এবং বাকা ইউনিয়ন পরিষদে আব্দুল কাদের প্রধান চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছে।

এ ছাড়া আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নে এজাজ ইমতিয়াজ বিপুল এবং আইলহাশ ইউনিয়ন পরিষদে মিনাজ উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

সিএনএস ডটকম//এসএল//