টেকনাফের বিয়ে বাড়ীতে ডাকাতির ঘটনায় স্বর্ণ উদ্ধার সহ আটক ২

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি : গত ১৩/০৩/২০২৩ইং সন্ধ্যা আনুমানিক ০৭.৩০ ঘটিকার সময় বাহারছড়া ইউনিয়নের হলবনিয়াতে জনৈক গিয়াছ উদ্দিন এর বিবাহ শেষে নববধূকে তাহার বাড়ীতে আনিলে অজ্ঞাতনামা ব্যক্তিরা মুখে মাস্ক পড়ে বন্দুকহাতে বিয়ে বাড়ীতে প্রবেশ করে উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন ও চড়থাপ্পর মেরে নববধূ হালিমাতুস সাদিয়ার স্বর্ণালংকার এবং দুইটি মোবাইল সেট জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

কক্সবাজার জেলার পুলিশ সুপার, মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার), এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, রাসেল, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং এলআইসি শাখা এর প্রযুক্তিগত সহযোগিতায়, টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম এর সার্বিক দিক-নির্দেশনায়, বাহারছড়া তদন্ত কেন্দ্রর ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ মছিউর রহমান এর নেতৃত্বে এসআই রোকনুজ্জামান,এস আই ফয়সাল ও এস আই মোঃ হেলাল এবং সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ জাগির হোসেন জাগির মিস্ত্রি (৩৮), পিতা-আব্দুস সালাম, সাং-খারাংখালী (কম্বনিয়া পাড়া), ৯ নং ওয়াড, ইউ/পি-হোয়াইক্যং থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে কুতুপালং এলাকা হতে গত ২১/০৫/২০২৩ তারিখ দুপুর অনুমান ১৪.১০ ঘটিকার সময় গ্রেফতার পূর্বক তার স্বীকারোক্তি মতে ঘটনায় লুন্ঠিত স্বর্ণ মৌলভীবাজারে অবস্থতি মাতা মুহুরি জুয়েলার্সের মালিক ২নং আসামী লিটন ধর (৪৩), পিতা-মৃত নিমল ধর, সং- গৈড়লা ধলঘাট ইউনিয়ন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম , এ/পি-নয়াপাড়া শাহাদত মিয়ার ভাড়াটিয়া, হ্নীলা ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর উপস্থাপন মতে লুন্ঠিত স্বর্ণ স্বাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে জব্দকরা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয় নিজের দোষ স্বীকার করে ফৌঃ কাঃ বিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।