মোহাম্মদ ইউনুছ (অভি), টেকনাফ কক্সবাজার: সোমবার কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহৃত ২ জনকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ
সন্ধ্যা ৭টার দিকে অপহৃত ঐ ২জনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার বাসিন্দা বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ সারওয়ারের ছেলে মোহাম্মদ রিদুয়ান।
রিদুয়ান জাহাজপুরা মডেল একাডেমির দশম শ্রেণির ছাত্র বলে জানা যায়,সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
ওসি জানান, গত রবিবার সকাল ৮টার দিকে জাহাজপুরা পাহাড়ে কাজ করার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ২ জনকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ায় অপর ২ জনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
আহত ২ ভাই হলেন– জাহাজপুরা এলাকার মো. ইউসুফের ছেলে আব্দুল আমিন ও আবদুল্লাহ।