মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) সকালে ভূমি অফিস প্রাঙ্গণে এই ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ভূমি সেবা নেওয়া এখন সহজ। ঘরে বসে এখন ভূমি সেবা নেওয়া যায়। তাই আমার অনুরোধ হল, আপনারা ভূমি সেবা নিবেন। আর ভূমি অফিসে আসলেও দালাল ছাড়া বিনামূল্যে সকল ধরনের সেবা নিবেন। এছাড়াও স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সকলকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা ও ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করায় এ বছরের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য।