নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে কর্মব্যস্ত নগরী ঢাকায় ফিরছেন ঘরমুখো মানুষ। ঢাকায় এসব মানুষদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৮ জুলাই) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য জানান।
ফারজানা হক বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন মার্কেট ও বিপণিবিতান, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পশুর হাটসহ ঈদ জামাতগুলোতে র্যাব কর্তৃক কন্ট্রোলরুম, ওয়াচ টাওয়ার, নিয়মিত টহল, রোবাস্ট টহল, বোম্ব ডিসপোজাল, ডগ স্কোয়াড, সিসিটিভি ক্যামেরা এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সুষ্ঠু স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা হয়।
এরই ধারাবাহিকতায় ঈদের দিনসহ ঈদের আগে-পরে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের নিরাপত্তা টহল এবং চেকপোস্ট অব্যাহত ছিল। ঈদ পরবর্তী সময়ে ঢাকা ছেড়ে যাওয়া জনসাধারণ যখন পুনরায় ঢাকায় ফিরতে শুরু করছে তখন ছিনতাইসহ যেকোনো ধরনের অরাজক পরিস্থিতি এড়াতে পুনরায় নিরাপত্তা পরিস্থিতি জোরদারে র্যাবের টহল এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।
র্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে এবং বিশেষ গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে। র্যাব-৩ এর আওতাভুক্ত এলাকায় সক্রিয় এবং সংঙ্ঘবদ্ধ ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযানের পাশাপাশি বিশেষ গোয়েন্দা টিম কাজ করছে। ঢাকামুখী জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আগামী বেশ কয়েকদিন র্যাবের এ ধরনের বিশেষ টহল, সাড়াশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি চলমান থাকবে।
//এস//