ঢাকা জেলা পরিষদ উন্নয়নের আলোকবর্তিতা মাহবুবুর রহমান

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা):
ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বলেছেন, গত পাঁচ বছরে ঢাকা জেলায় যে উন্নয়ন কাজ হয়েছে তা স্বাধীনতা পরবর্তী অন্য কোন সময়ে হয়নি।
তিনি আরো বলেন, নিজেকে দূর্নীতির উর্ধে্ব রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঢাকা জেলাকে উন্নয়নের আলোকবর্তিকা বানিয়েছি।
আজ (শনিবার) দুপুরে ঢাকার দোহারে জেলা পরিষদের অর্থায়নে ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত দোহার প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুর রহমান এসব কথা বলেন।

দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সানীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বজলুর রহমান কামাল, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম সবুজ খলিল সবুজ, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, অলি আহমেদ, যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, একাত্তর টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশীদ, এনটিভির সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার পারভেজ, আওয়ামী লীগ নেতা শেখ শাহবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ হোসেন সাজু, সাবেক ছাত্রনেতা মোক্তার হোসেন, মোশাররফ হোসেন, মো. রাজীব শরীফ, দোহার প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ।
মাহবুবুর রহমান বলেন, আমি কখনো নৌকার বাইরে নির্বাচন করিনি। নৌকা মানেই দেশের উন্নয়ন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার জয় নিশ্চিত করতে হবে। এসময় তিনি চলতি বছরই দোহার প্রেসক্লাবকে শীতাতপ নিয়ন্ত্রিত ও আগামী বছর প্রেসক্লাবের ২য় আরেকটি ভবন নির্মাণের আশ্বাস দেন।
তিনি আরও বলেন আগামী নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ ব্লাকআউট করে আমাদের মেরে ফেলা হবে। তাই যে কোন মূল্যে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে উন্নয়ন করার সুযোগ দিয়েছেন, তাই জেলা পরিষদের উন্নয়ন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমি পাঁয়ে হেঁটে প্রতিটি এলাকায় গিয়ে জেলা পরিষদের উন্নয়ন করেছি।
আলোচনা শেষে দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

সিএনএস ডটকম//এসএইচ//