নিজস্ব প্রতিবেদক
কোরবানির ঈদ উপলক্ষে শুভেচ্ছা কার্ডে ছবি স্থান পাওয়ার পর এবার দিনাজপুরের বিশেষ চাহিদা সম্পন্ন আঁখিকে ঈদ শুভেচ্ছা হিসাবে এক লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শিক্ষার্থী আরিফা আক্তার আঁখির হাতে টাকার চেক তুলে দেন। এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদসহ আঁখির বাবা-মা উপস্থিত ছিলেন।
জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন আঁখি দিনাজপুর পৌর এলাকার পশ্চিম বালুয়াডাঙ্গার পুরাতন পুস্তক ব্যবসায়ী আনারুলের মেয়ে। সে দিনাজপুর বধির ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্রী।
ঈদ উপহার পেয়ে আবেগ-আপ্লুত আঁখি ইশারা ভাষায় এত ভালোবাসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া করার কথা জানায়।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি নজরে রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আঁখির মা শাহানাজ পারভীন বলেন- প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে আঁখির আঁকা ছবি দেয়ার পর আবার ঈদ উপহারের এক লাখ টাকা দেয়ায় আমরা অনেক খুশি।
আঁখির আঁকা দিনাজপুরের ঐতিহাসিগোর-এ-শহীদ ময়দানের ঈদগাঁ মিনার ও ঈদ জামাতের ছবি এবার কোরবানির ঈদ উপলক্ষে সরকার প্রধানের শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে। আঁখির আঁকা ছবিতে দেখা যাচ্ছে, বিশাল মিনারের সামনে ঈদের নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে পাঞ্জাবি-টুপি পরা মানুষ। এর মধ্যে কোলাকুলি চলছে, কেউ আবার কোরবানির গরু নিয়ে যাচ্ছে।
//এস//