নগর সবুজায়নে নাগরিকদের মতামত চেয়েছেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সড়কের ফুটপাত, সড়কদ্বীপ, পার্ক, খেলার মাঠ ও গণপরিসরে সবুজায়নের বিষয়ে নাগরিকদের সুচিন্তিত মতামত চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (২৩ মে) ডিএনসিসির ওয়েবসাইটে দেখা যায়, গত ১৪ মে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই মতামত চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। বৈশ্বিক উষ্ণায়ন ও ক্রমবর্ধমান নগরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রভাবে নগরসমূহের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং স্বাভাবিক জীবনধারা ব্যাহত হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন করার জন্য নগরীর প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার একান্ত প্রয়োজন।

এতে আরও বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকা সবুজায়নের লক্ষ্যে সড়কের ফুটপাত,সড়কদ্বীপ, পার্ক, খেলার মাঠ ও গণপরিসরে সবুজায়নের বিষয়ে আপনার সুচিন্তিত মতামত ডিএনসিসি ওয়েবসাইট www.dncc.gov.bd-তে জানানোর অনুরোধ করা হয়েছে। এ মতামত দিতে গণবিজ্ঞপ্তিতে থাকা কিউআর কোড স্কেন করতে হবে।

সিএনএন//এস//