নোয়াখালী জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে রেফারেল পাথওয়ে পরিচিতি এবং নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান এবং একশনএইড বাংলাদেশ ও ইউএনএফপির যৌথ উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার। সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতর উপপরিচালক-১ মোস্তফা মাহমুদ সারোয়ার, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান খান, নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল উপ-পরিচালক ডা. হাসিনা জাহান, পরিবার পরিকল্পনা কার্যালয় উপ-পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী, ইউএনএফপি ফিল্ড অফিসার ডা. সাদিয়া শারমিন হৃদি, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন প্রমুখ। এছাড়া, সরাকরি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাআলোচনায় অংশ নেন।

আলোচনায় বক্তাগণ বলেন, সরকারি অত্যাবশ্যকীয় পরিষেবাগুলোর সমন্বয় হলে দফতরসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন জেন্ডার বেইজড সহিংসতা নিরসনে গুরুত্বপূর্র্ণ ভূমিকা পালন করতে পারে। স্থানীয় পর্যায়ের সাথে সাথে জাতীয় পর্যায়েও রেফারেল পাথওয়েকে আরো শক্তিশালী করে তুলতে হবে। জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে সকল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি নিশ্চিত করতে হবে।

সম্প্রতি হাতিয়ার চানন্দী ইউনিয়নে স্থাপিত নারীবান্ধব সেবাকেন্দ্রের কথা উল্লেখ করে বক্তারা বলেন, এ ধরণের উদ্যোগ নদীভাঙন কবলিত এ জনগোষ্ঠীর নারী, কিশোরীদের মনো-সামাজিক উন্নয়ন, প্রজনন স্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়নে ভূমিকা পালন করবে।

এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমৃদ্ধিতে নারীদের ক্ষমতায়িত করতে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি নিশ্চিত করার উপর বক্তারা গুরুত্বারোপ করেন।

তারা এ অঞ্চলে দুর্যোগের নেতিবাচক প্রভাব কমাতে পারিবারিক প্রস্তুতির কথা বলেন। একই সাথে সরকারি বেসরকারি সকল সেবার মধ্যে যোগসূত্র তৈরি করতে হবে এবং মানুষের দ্বারপ্রান্তে সেবার সুযোগ পৌঁছে দিতে প্রচলিত সেবাগুলো আরো দৃশ্যমান করে তুলতে হবে।

সভায় সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ সদস্য, পুলিশ বিভাগের সদস্য, প্রতিবন্দ্বী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

//এস//