পণ্য আমদানিতে ৪ ব্যাংকে এলসি খোলার নির্দেশ

স্টাফ রিপোর্টার:

নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে সরকারি ৪টি ব্যাংকে এলসি খুলতে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘প্রয়োজনীয় পণ্য আমদানি করতে সরকারি ৪টি ব্যাংকে এলসি খুলতে নির্দেশনা দেয়া হয়েছে।’

চিনির দাম বাড়ার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে হিসাব করেই চিনির দাম বাড়ানো হয়েছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্য থাকলেও বাস্তবতা ভিন্ন।

 

বিনিয়োগ পরিস্থিতি নিয়ে টিপু মুনশি বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) দায়িত্ব রয়েছে। দেশে কাজ করা বিদেশি বিনিয়োগকারীরা কতটুকু সন্তুষ্ট; বিনিয়োগ বাড়াতে সেটি বড় প্রচারণা হিসেবে ব্যবহার করা যাবে।

 

ব্যবসার ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠানগুলো টাকা পাচ্ছে না। তাদের সাহায্য করা দরকার বলেও জানান মন্ত্রী।

 

সিএনএস ডটকম//এসএল//