নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর এলাকা থেকে মো. আলিফ (১৯) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সে রংপুরের পীরগঞ্জে চাঞ্চল্যকর শরিফুল হত্যার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি।
সোমবার (৩ জুলাই) এই তথ্য জানান র্যাব-১০ এর স্টাফ অফিসার (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব।
তিনি বলেন, রোববার (২ জুলাই) র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার মিরপুর মডেল থানাধীন মিরপুর শপিং সেন্টার কমপ্লেক্স এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২২ জুন রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভা বড়বিলা সুইজ গেইট এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর শরিফুল হত্যার ঘটনায় পীরগঞ্জ থানায় রুজুকৃত হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি মো. আলিফ (১৯) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতার আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত ঘটনার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার মো. আলিফ (১৯) এর বাড়ি রংপুর এর পীরগঞ্জ থানাধীন ওসমানপুর খিয়ারপাড়ায়। নিহত গোলাম মোস্তফার ছেলে বলে জানায় র্যাব।
//এস//