কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া এলাকায় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় ওই এলাকার ব্যাপারীবাড়ির পুকুরে মরদেহটি পাওয়া যায়।
নিহত ব্যক্তির নাম বাদল রহমান (৬২)। তিনি জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ছিলেন।
নিহতের বড় ভাই আতাউর রহমান খান মিলন জানান, তার ছোট ভাইকে কুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, রোববার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বাভাবিক-অস্বাভাবিক দুই বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
//এস//