পূবাইলে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গাজীপুরের পূবাইল এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

রোববার (৭ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পূবাইল থানাধীন মীরের বাজার রেলগেট সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন সালাউদ্দিন বাপ্পি (২৮) ও মো. রাজ্জাক শেখ (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ৯৯ বোতল ফেনসিডিল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ, দুটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ চার হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, আটক আসামিরা কুমিল্লা জেলা থেকে একটি পিকআপ করে ফেনসিডিলের এই চালান নিয়ে গাজীপুরের দিকে আসছিলেন। পরে পূবাইল থানাধীন মীরের বাজার রেলগেট সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল পরিবহন করে ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করতো বলে স্বীকার করেছে।

সিএনএস ডটকম//এসএল//