প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে শাহীন চেয়ারম্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
বিএনপি প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের নিন্দা এবং হত্যার হুমকি প্রদানকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগ।

আজ দুপুরে উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ এর নেতৃত্বে
বিক্ষোভ মিছিলটি কালিন্দী ইউনিয়নের ভাগনা এলাকা থেকে শুরু করে মনু ব্যাপারীর ভাল হয়ে কালিন্দী গার্লস স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, তারানগর নিউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শাহীন আহমেদ রাজশাহীতে বিএনপির প্রকাশ্য জনসভা থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের ঘটনার তীব্র নিন্দা জানান এবং হুমকি প্রদানকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তিনি বলেন, বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা-তারেকের মতই হত্যা খুনের রাজনৈতিক পথেই আছে। বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলার মত হামলা চালিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও নিশ্চিহ্ন করার জঘন্য বর্বর রাজনীতিই করছে।

তাই কোনো ছাড় না দিয়ে বিএনপিকে সাংবিধানিক ও গণতান্ত্রিক রাজনীতির মাঠ থেকে রাজনৈতিকভাবে বিদায় দিয়েই দেশে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে নিরাপদ ও শক্তিশালী করতে হবে।

সিএনএন//এস//