স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবণে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আজ শনিবার (৪ মার্চ) সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে বৃটিশ এই সাবেক প্রধানমন্ত্রী গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন ।
ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে দু’দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন টনি ব্লেয়ার। তিনি লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
বর্তমানে বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ২০১০ সালে ঢাকা সফর করে ছিলেন তিনি। তার আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন।
সিএনএস ডটকম//এসএল//