প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট নতুন বছরে আবারও কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এবার প্রতিষ্ঠান বিভিন্ন বিভাগ থেকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করবে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্বের এক সময়ের শীর্ষ ধনী বিল গেটসের প্রতিষ্ঠানটিতে গত অক্টোবরে হাজার খানেক কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। এবার সেই সংখ্যা প্রায় ১০ গুণ বাড়ছে। এবারের ছাঁটাইয়ের তালিকায় প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রকৌশল বিভাগের কর্মীরা আছেন।

ইদানীং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা দেখা যাচ্ছে। সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং আমাজন লোকবল কমিয়েছে। বৈশ্বিক মন্দার পরিপ্রেক্ষিতে চাহিদা কমে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানগুলোর।

যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এই সংখ্যা প্রায় ১১ হাজার।