বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত ৮

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ অন্তত ৮জন আহত হয়েছেন। আহতদের ঢামেক এবং বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

আহতরা হলেন- ফায়ারসার্ভিস কর্মী রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫), বাকিরা হলে-, নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০) রুবেল (৩২), দুলাল মিয়া (৬০)। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে ফায়ারকর্মী মেহেদি হাসান (২৮)।

লালবাগ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অর্জুন বাড়ৈ জানান, অ্যানেক্স টাওয়ারের ৪ তলায় ঢুকেছিলেন ফায়ারম্যান মেহেদী। তবে ধোঁয়ায় সেখানে আটকে পড়েন। পরে অন্য পাশ দিয়ে তাকে বের করা হয়। এরমধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ৭ জন ঢামেক হাসপাতালে ও একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে ভয়াবহ এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া শেষ খবর পাওয়া অবধি হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

সিএনএস ডটকম//এসএল//