বরিশাল প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে।
শনিবার দুপুরে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয়মাইল মল্লিকবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজমাতা কলসগ্ৰামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও এয়ারপোর্ট থানার উত্তর রহমতপুর এলাকার সিনবাদ (পিতা অজ্ঞাত)।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে বরিশাল আসার পথে ছয়মাইল মল্লিকবাড়ির সামনে গুণগুণ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকিদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আরও এজনের মৃত্যু হয়। আহত ও নিহতরা সবাই ট্রলিতে ছিলেন।
ওসি আরও বলেন, ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। বাসটিকে জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
//এস//